ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইসোলেশনের হাজতির পলায়ন: ১৫ কারারক্ষী-পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসোলেশনের হাজতির পলায়ন: ১৫ কারারক্ষী-পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জানালার গ্রিল ভেঙে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য দুইজন পুলিশ ও ১৩ জন কারারক্ষীর বিবুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া সুজন ওরফে শাকিল (২৫) কে আটক করা সম্ভব হয়নি।

কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে থাকা সুজন রোববার (১২ এপ্রিল) রাতে ওয়ার্ডের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। সুজন রাজবাজী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর কাজীপাড়া গ্রামের মল্লিক বাড়ির রনজিত মল্লিকের ছেলে।

তিনি যশোর শহরের মোল্লাবারান্দিপাড়া আমতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। কোতয়ালি থানার নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খাঁন জানান,  দায়িত্বে অবহেলার জন্য ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আসামির ডিউটিতে থাকা দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী ব্যবস্থা সেটা তারা বিস্তারিত বলেননি।

তবে হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, করোনা আইসোলেশন ওয়ার্ড  হওয়ার কারণে চিকিৎসকরা পুলিশ ও কারারক্ষীদের সেখান থেকে বের করে দেন। সেই সুযোগ কাজে লাগায় সুজন।


রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়