ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেড়ার উপজেলা আ.লীগ সভাপতিকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়ার উপজেলা আ.লীগ সভাপতিকে অব্যাহতি

পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল বাতেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেপ্তার পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলীর পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নির্দেশে তাকে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পাবনা জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী সরদারকে সোমবার (১৩ এপ্রিল) রাতে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ আটক করে র‌্যাব।

এ ঘটনায় ঢালারচর ইউপি চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল বাতেন। কোরবান আলীর আটককে প্রশাসনের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাকে মুক্ত করার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হন তিনি।

সেকারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আব্দুল বাতেনকে বেড়া উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয় পাবনা জেলা আওয়ামী লীগ।


শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়