ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যবিপ্রবিতে করোনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যবিপ্রবিতে করোনা পরীক্ষা শুরু

করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম দিনে জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস শনাক্তের কিটের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০ নমুনা পরীক্ষা করা সম্ভব। এখানে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের রোগীদের নমুনা পরীক্ষা করা হবে।

যশোরের সিভিল সার্জন জানিয়েছেন, ‘নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহের পর সিভিল সার্জনের কার্যালয় তা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। ফলে এখানে কোনো রোগীর আসার প্রয়োজন নেই।’    

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, ‘আমরা নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব। এখানে করোনা রোগী আসবে না। ফলে বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের বাসিন্দাদের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।’ 


যশোর/রিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়