ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেবাচিমে করোনা ইউনিটে নারীর মৃত্যু: কলাপাড়ায় বাড়ি লকডাউন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেবাচিমে করোনা ইউনিটে নারীর মৃত্যু: কলাপাড়ায় বাড়ি লকডাউন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার ভোর রাতে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে। এঘটনায় আজ দুপুরে পাঁচজুনিয়া গ্রামের দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মন্ডল।

এসময় দুই বাড়ির ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দীর্ঘদিন ধরে ওই নারী লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গত তিন দিন আগে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ওই নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা নিশ্চিত করা যায়নি। তবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার দাফন করোনা রোগীদের রীতি অনুয়ায়ী সম্পন্ন করা হবে।


কলাপাড়া,পটুয়াখালী/মো.ইমরান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়