ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাশরাফির সহযোগিতায় পুলিশ লাইনসে জীবাণুনাশক কক্ষ

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির সহযোগিতায় পুলিশ লাইনসে জীবাণুনাশক কক্ষ

নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে মাশরাফি বিন মুর্তজা এমপির সহযোগিতায়  নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে জেলা পুলিশ লাইনসের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এটি উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, শেখ ইমরান প্রমুখ।

কক্ষটি স্থাপনে সহযোগিতা করেছেন মাশরাফি বিন মুর্তজা এমপি। 

জীবাণুনাশক কক্ষের ভেতরে প্রবেশ করলে কয়েকটি নজেল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্প্রের মাধ্যমে পোশাকসহ শরীর জীবাণুমুক্ত হবে বলে জানিয়েছেন এর উদ্ভাবক তরুণ প্রকৌশলী মোহাম্মদ আরাফাত। কক্ষটি করোনাভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

এর আগে গত ১০ এপ্রিল মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের প্রবেশদ্বারে প্রথম জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়।


ফরহাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়