ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবননগর সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবননগর সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারী নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে নতনুপাড়া গ্রামের ভরভরিয়া মাঠে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক চোরাকারবারী জসিম উদ্দিন (৩৫) জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন‌্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, নতুনপাড়া বিওপির একটি টহল দল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সীমান্তের ৬৬ নম্বর মেইন পিলার থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৩ বোতল ফেনসিডিলসহ এলাকার কুখ্যাত মাদক চোরাকারবারি জসিমকে আটক করে।

সোমবার রাত একটার দিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নতুনপাড়া গ্রামের ভরভরিয়া মাঠে আমবাগানের মধ্যে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় জসিমের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে আচমকা টহল দলের উপরে গুলিবর্ষণ শুরু করে। এতে টহল দলের দুই বিজিবি সদস্য আহত হয়।

আত্মরক্ষার্থে বিজিবির টহল দল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়। আহত জসিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়্যার কাটার, তিনটি কাঁচি, একটি দা, একটি ছোরা ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কর্নেল কামরুল আহসান।


এম এ মামুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়