ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২১ এপ্রিল) সকালে ব্যক্তিটি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিভিল সার্জন জাহাংগীর আলম।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন তালুকদার (৬৫)। তিনি পটুয়াখালী সদর উপজেলার সেহাকাঠি গ্রামের বাসিন্দা।  

সিভিল সার্জন জাহাংগীর আলম জানান, আনোয়ার হোসেন নামের ওই বৃদ্ধ সকালে হাসপাতালে ভর্তি হন। এর কিছু সময় পর তিনি মারা যান। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনা প্রোটকল অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে। এবং এঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন আরো জনান, পটুয়াখালীতে নতুন করে আরো ৮ রোগী করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী তারা করোনা পজেটিভ।

এদের মধ্যে ৪ রোগী রাঙ্গাবালী উপজেলার, ৩ রোগী দশমিনা উপজেলান এবং একজন পটুয়াখালী সদর উপজেলার এবং বাকি দুই রোগী দুমকী উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই সম্প্রতি সময়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে এসেছেন।

এদিকে, আক্রান্তদের মধ্যে এক নারী পটুয়াখালী সিভিল সার্জনের তত্ত্বাবধায়নে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং জসিম উদ্দিন নামে এক ব্যক্তি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেছেন।


বিলাস/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়