ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়পুরহাটে নতুন আরো একজনের করোনা শনাক্ত

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে নতুন আরো একজনের করোনা শনাক্ত

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া এলাকাতে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে জেলার সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেন।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, আজ রাজশাহী থেকে ৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। আর একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি দু’দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা পজেটিভ শনাক্তের পর তাকে আক্কেলপুরের হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটের আইসোলেশনে রাখা হবে। এ নিয়ে জেলায় মোট চারজন করোনাতে আক্রান্ত হলেন। আগের আক্রান্ত তিন জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান. করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে ২৮৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ১৪০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ এবং ১৩৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।


শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়