ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নদীতে টিসিবির তেলের বোতল, ডিলারের দণ্ড

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৬, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদীতে টিসিবির তেলের বোতল, ডিলারের দণ্ড

নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়ানো টিসিবির তেলের খালি বোতলের রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে টিসিবির ডিলার মোহাম্মদ খোকনের জেল–জরিমানা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে তাকে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনটি ড্রামে রাখা ৫ হাজার লিটার টিসিবির সায়াবিন তেল ও তেলের খালি বোতল এবং ২৩ হাজার কেজি চিনি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিলার খোকনকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নড়াইলের রূপগঞ্জ এলাকায় চিত্রা নদীতে টিসিবির সায়াবিন তেলের শতাধিক খালি বোতল ভাসতে দেখে স্থানীয় খেয়া মাঝিরা তা সংগ্রহ করেন। টিসিবির তেল চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। এরপর মাঠে নামে পুলিশ। অবশেষে বুধবার বিকেলে সায়াবিন তেলের খালি বোতলের রহস্য উদ্ঘাটন হলো।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএসবিসহ থানা পুলিশের দিন-রাত পরিশ্রমের ফলে চিত্রা নদীতে ভাসমান টিসিবির সেই সায়াবিন তেলের খালি বোতলের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।’

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘চিত্রা নদীতে টিসিবির সায়াবিন তেলের খালি বোতল ভেসে বেড়ানোর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়। এ রহস্য উদঘাটনে মাঠে নামে প্রশাসন। অবশেষে অপরাধীকে চিহিৃত করা সম্ভব হয়েছে। তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। অন্যরা যাতে এ ধরণের অন্যায় না করে সেদিকে আমরা সতর্ক আছি।’

 

নড়াইল/ফরহাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়