ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চুয়াডাঙ্গা লকডাউন

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গা লকডাউন

চুয়াডাঙ্গায় একজন স্টাফ নার্সসহ ছয় জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সন্ধ‌্যা ৬টার পর থেকে লকডাউন কার্যকর হয়েছে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ঘোষণায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলাকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন মহা সড়ক ও নৌপথে অন্য কনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে পারবে না, কিংবা কেউ এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। এছাড়াও আন্তঃজেলা এবং আন্তঃউপজেলার মধ্যেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শুধুমাত্র জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য পরিবহণ, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহণ এবং সিমিত পরিসরে ব্যাংকিং সেবা এর আওতাবহির্ভূত থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মামুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়