ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ষাঁড়ের লড়াই: চেয়ারম্যানকে শোকজ, মেম্বার বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ষাঁড়ের লড়াই: চেয়ারম্যানকে শোকজ, মেম্বার বহিষ্কার

লকডাউন উপেক্ষা করে ষাঁড়ের লড়াই আয়োজন করায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি এক ইউপি সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এর আগে এক ইউপি সদস্যসহ দুজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম।

তিনি জানান, দুর্গাপুরে ষাঁড়ের লড়াইয়ের ঘটনায় ২২ এপ্রিল গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ইউপি সদস্য রফিকুল ইসলাম আয়োজনে জড়িত থাকায় তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো জানান, লড়াই থেকে জব্দকৃত একটি ষাঁড় নিলামে তোলা হয়েছে।

গত মঙ্গলবার সকালে শ্রীপুর গ্রামের একটি মাঠে ষাঁড়ের লড়াইয়ের আায়োজন করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম ও রুনু মিয়া। এতে ব্যাপক জনসমাগম হয়। সামাজিক দূরত্ব বজায় না রেখে শত শত মানুষ ষাঁড়ের লড়াই উপভোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়োজক দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, লড়াইয়ে অংশ নেওয়া একটি ষাঁড় জব্দ করা হয়।


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়