ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় করোনাতে নতুন আক্রান্ত ৫ ব্যক্তি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় করোনাতে নতুন আক্রান্ত ৫ ব্যক্তি

কুমিল্লার ৪ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৫ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পেজের তথ্য মতে, জেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে মুরাদনগরে ২ জন, তিতাসে একজন, দেবিদ্বারে একজন ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন দুজন। মৃত ব্যক্তিরা দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা।

কুমিল্লার বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেনটাইন থাকা মোট ব্যক্তি হলেন ৫২৩১ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯০৬ জন। বর্তমানে হোম কোয়ারেটাইনে আছেন ১৩২৬ জন।

এছাড়া, জেলায় সর্বমোট ১১০৫ জন ব্যক্তির করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৭৭৭ জনের।

 

ইমরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়