ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তর তৎপর, তবে সচেতন করাতেই সীমাবদ্ধ

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তর তৎপর, তবে সচেতন করাতেই সীমাবদ্ধ

চাঁদপুরের বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধি করতে মাঠে রয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর। মূলত রমজান ও চলমান করোনা পরিস্থিতিতে তৎপরতা থাকলেও নিয়ম লঙ্ঘনকারীদের কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি এখনও।

২৪শে এপ্রিল শুক্রবার অধিদপ্তর অভিযান চালায় শহরের ওয়্যারলেস বাজারে।

এ ব্যপারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল রাইজিংবিডিকে বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক প্রশাসন মহোদয়ের তত্ত্বাবধানে আসন্ন রমজান ও চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এ অভিযান চলছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিত এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করছি। চলমান করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি বিক্রির দোকানগুলোতেও মূল্য যাচাই করা হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যাবসায়ীদের নির্দেশনা দিচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে বলা হচ্ছে। এর সঙ্গে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে করোনা সম্পর্কিত লিফলেট বিতরণ করে এর সম্পর্কে সচেতন করছি৷ভোক্তা অধিদপ্তরের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে৷আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


চাঁদপুর/অমরেশ দত্ত জয়/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়