ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হোমনায় ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ইউএনও ও স্কুলছাত্ররা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোমনায় ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ইউএনও ও স্কুলছাত্ররা

কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকরা বিনামূল্যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) পৌর এলাকার কৃষক ফিরোজ মিয়ারসহ আর দুই কৃষকের মোট ৪ বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, কাউন্সিলর লিটন মিয়া, সহকারী শিক্ষক আমিনুল ইসলামসহ প্রায় ৫০ জন শিক্ষার্থী ধান কাটাই ও মাড়াই করেন।

ধান কাটা শেষ না হওয়া পযর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান।

 

কুমিল্লা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়