ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পটুয়াখালীতে কাঠমিস্ত্রিদের পাশে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে কাঠমিস্ত্রিদের পাশে পুলিশ

পটুয়াখালীতে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক কাঠমিস্ত্রিকে খাদ্যসামগ্রী দিয়েছে পুলিশ।

শনিবার (২৫) দুপুরে পৌর শহরের পুরাতন আদালত প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

কাঠমিস্ত্রিদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল ও ১ লিটার ভোজ্য তেল দেওয়া হয়।

এ সময় অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মোহাম্মদ মুকিত হাসান খান ও অ্যাডিশনাল এসপি (হেড কোয়ার্টার) শেখ বিল্লাহ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি মইনুল হাসান বলেন, ‘করোনার প্রভাবে মানুষ অসহায় হয়ে পড়েছে। টানা এক মাস ধরে মানুষের আয়-রোজগার বন্ধ। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে। এসব অসহায় ছিন্নমূল মানুষদের পাশে পুলিশ সার্বক্ষণিক ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুই শতাধিক কাঠমিস্ত্রিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর আগে দৃষ্টিপ্রতিবন্ধী, বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

 

পটুয়াখালী/বিলাস/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়