ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাটে নতুন ২ করোনা রোগী শনাক্ত

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৬, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 জয়পুরহাটে নতুন ২ করোনা রোগী শনাক্ত

জয়পুরহাটে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলাতে আরও দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টায় সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সেলিম মিঞা জানান, আজ বগুড়া ও রাজশাহী থেকে ৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে এসে পৌঁছায়। এর মধ্যে ৪৭টি নেগেটিভ ও দুজনের করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত দুজন  মধ্যে একজন গাজিপুর ফেরত তরুণী ও অন্যজন নারায়ণগঞ্জ থেকে ফেরত যুবক। তারা দুজনেই বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

রিপোর্টের পর তাদেরকে আক্কেলপুরের হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে আইসোলেশনে রাখা হবে। এ নিয়ে জেলায় মোট ৬ জন করোনাতে আক্রান্ত হলেন। আগের আক্রান্ত চার জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরো জানান. করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে ঢাকা, রাজশাহী ও বগুড়াতে ৮৩৫ জনের নমুনা পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৩০২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এবং ২৯৬  জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়