ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাসপাতালে এসে ভর্তি না হয়ে পালালেন করোনা রোগী

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে এসে ভর্তি না হয়ে পালালেন করোনা রোগী

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে এসে পালিয়ে  গেছেন রোগী। তবে শেষ রক্ষা হয়নি। পরে তাকে ফের হাসপাতালেই আসতে হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা থেকে চাঁদপুর ফেরত এক করোনা রোগীকে নিয়েই এই কাণ্ড ঘটেছে।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালের ওয়ার্ড থেকে কোনও রোগী পালায়নি। যে রোগী পালিয়েছেন, সে ঢাকাফেরত এবং করোনা রোগী। তার বাসা ফরিদগঞ্জের কালির বাজার। তাকে হাসপাতালে ভর্তির প্রসিডিউরের সময় সে ভয় পেয়ে পালিয়েছে।

স্থানীয়রা জানান, অসুস্থতা নিয়েই এই রোগী প্রথমে জেলার ফরিদগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আসে।  এ সময় এলাকায় করোনা রোগী এসেছে, এমন আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হতে নিয়ে যান।  কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে গা ঢাকা দেন।  পরে ফরিদগঞ্জের উত্তর চরবড়ালী হাজি বাড়ির বাগান থেকে পুলিশ আটক করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান, তাকে আটক করে অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


অমরেশ/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়