ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৩, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তৌহিদ আল হাসান রাইজিংবিডিকে জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে আসেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওপাড়া গ্রামে। 

তিনি আরও জানান, আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। যেকোন সমস্যা হলে উপজেলা প্রশাসনের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


মোসলেম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়