ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝিনাইদহে ৩ চিকিৎসকসহ ৮ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে ৩ চিকিৎসকসহ ৮ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ জেলায় তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ নতুন করে আটজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩২ থেকে ৫০ বছরের মধ্যে।

আক্রান্ত আটজনের মধ্যে সদর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টাল সার্জন রয়েছেন। বাকিরা শৈলকুপা উপজেলায় তিনজন ও কালীগঞ্জে দুইজন।

জেলা সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাবে পরীক্ষার পর ২৩টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এতে তিনজন চিকিৎসকসহ আটজনের করোনা পজেটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।


রাজিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়