ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে লিফটের নিচে সার্জারি বিশেষজ্ঞের লাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে লিফটের নিচে সার্জারি বিশেষজ্ঞের লাশ

বরিশালে একটি হাসপাতালের লিফটের নিচে মিলল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ আজাদ (সজল) এর মরদেহ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসি মো. রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘ডা. এম এ আজাদ (সজল) মমতা স্পেশালাইজড হাসপাতালের ৫ম তলায় থাকতেন এবং তার ব্যক্তিগত চেম্বার এই হাসপাতালের ২য় তলায়। তিনি গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিলেন। এরপর আজ সকাল ১০ টার দিকে খুঁজতে খুঁজতে তার মরদেহ লিফটের নিচে দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এছাড়া বিষয়টি পুলিশ আরো খতিয়ে দেখছে।'

মমতা স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. জহিরুল হক মানিক বলেন, ‘গতকাল সোমবার তার রুমের সামনে ইফতার সামগ্রী দিয়ে আসা হয়। রাতে সেহরির খাবার দিয়ে আসার সময় দেখা যায় ইফতার সামগ্রী একই স্থলে আছে। বিষয়টি আমরা জানতে পেরে তাকে খুঁজতে শুরু করি। পাশাপাশি থানা পুলিশ ও তার পরিবারকে অবহিত করা হয়। এরপর আজ সকালে লিফটের নিচে আলো জ্বালিয়ে দেখা গেলো তার মরদেহ সেখানে পড়ে আছে।'

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, ‘আমাদের এই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের একমাত্র চিকিৎসক ছিলেন তিনি। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। প্রশাসনকে এই ঘটনার সঠিক তদন্তের আহবান জানাচ্ছি।'

 

বরিশাল/ স্বপন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়