ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা ফেরতদের পাশে হিলির মেয়র

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ফেরতদের পাশে হিলির মেয়র

ঢাকা বা অন্যত্র থেকে দিনাজপুরের হিলিতে যারা প্রবেশ করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

প্রতিনিয়ত তাদের বাড়ি বাড়ি গিয়ে সুপরামর্শ ও সার্বিক সহযোগীতা করছেন তিনি। সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন‌্য বিশেষভাবে অনুরোধ করছেন।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত রাইজিংবিডিকে জানান, গত ২৭ এপ্রিল রাতে পৌর এলাকার নওপাড়া গ্রামে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সেদিন রাতেই করোনা রোগীর বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ ফেরত। করোনাভাইরাস বিস্তাররোধে বাইরে থেকে যারা হিলিতে প্রবেশ করেছেন, তাদের প্রতি বিশেষভাবে নজরদারী করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি নিজেই বাইরে থেকে আসা ব‌্যক্তিদের বাড়ি বাড়ি যাচ্ছি। করোনা সম্পর্কে তাদের অবগত করছি। তাদের সার্বিক সহযোগীতাসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত আমার এই পদক্ষেপ অব্যাহত থাকবে।’

 

মোসলেম উদ্দিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়