ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাটহাজারীতে ২২৭ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাটহাজারীতে ২২৭ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামে জেলার হাটহাজারী উপজেলার একটি মুদি দোকান থেকে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে বাজার মনিটরিং করার সময় এই তেল জব্দ হয়।

ইউএনও রুহুল আমি জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানোর সময় একটি মুদি দোকানে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরো জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠান টিসিবি তাদের ডিলারের মাধ্যমে অত্যন্ত সুলভে সাধারণ মানুষের কাছে এই তেল বিক্রি করার কথা। কিন্তু কতিপয় ডিলার ও ব্যবসায়ী যোগসাজসে সাধারণ মানুষকে বঞ্চিত করে সুলভ মূল্যের এসব পণ্য খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। তাই ভ্রাম্যমান অভিযান চালিয়ে এসব পণ্য জব্দসহ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়