ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টিউশনির ৭০ হাজার টাকা তহবিলে দিলেন ঢাবি ছাত্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিউশনির ৭০ হাজার টাকা তহবিলে দিলেন ঢাবি ছাত্র

টিউশনি ও থিসিস করে ৭০ হাজার টাকা জমিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র রাইয়্যান রেজা। করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য এই টাকা রাজশাহীর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. হামিদুল হকের কার্যালয়ে গিয়ে তার হাতে জমানো টাকাগুলো তুলে দেন রাইয়্যান। তার এমন কাজে অভিভূত জেলা প্রশাসক।

রাইয়্যান ঢাবির ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিএডিসি’র যুগ্ম-পরিচালক (বীজ বিপণন) মোফাজ্জল হোসেনের ছেলে। রাইয়্যানের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার চাকরি সূত্রে তিনি এখন রাজশাহীতে পরিবারের সাথে বসবাস করছেন।

রাইয়্যান রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা শুরুর পর থেকেই টিউশনি করি। সেখান থেকে অল্প-স্বল্প টাকা জমাতাম। এছাড়া থিসিস করে কিছু বৃত্তিও পেয়েছিলাম। সেগুলো ভবিষ্যতে জরুরি কাজে লাগানোর উদ্দেশ্যে জমিয়েছিলাম।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসে অসহায়-দুঃস্থ মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন। সরকার তাদের সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে- বর্তমান পরিস্থিতিতে টাকা জমিয়ে রাখার আর কোনো মানেই হয় না। জমানো টাকাগুলো সদ্ব্যবহারের এখনই সময়। সেজন্য টাকাগুলো জেলা প্রশাসকের তহবিলে প্রদান করেছি।’

রাইয়্যানের বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘কিছুদিন আগে জমানো টাকা জেলা প্রশাসকের তহবিলে দেওয়ার ইচ্ছের কথা জানায় রাইয়্যান। আমরা তাকে উৎসাহ দিয়েছি। তার এমন চিন্তা-ভাবনায় আমারও খুব ভাল লাগছে।’

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘টিউশনি করে দীর্ঘদিনে জমানো টাকাগুলো নিয়ে একজন শিক্ষার্থী যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। রাইয়্যানের এই অনুদান সমাজের বিত্তবানদের কাছে একটি বার্তা। দেরি না করে তাদেরকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’

এ সময় ঢাবি শিক্ষার্থী রাইয়্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।

এদিকে একই সময়ে জেলা প্রশাসক দপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মো. সিদ্দিক মিয়াও ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক তাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়