ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলায় পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত

ভোলায় একজন পল্লী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি ভোলা সদরের ২নং ইলিশা ইউনিয়নের ইলিশা বাজারে।

ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার ডা: রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে গিয়ে ওই বাড়ি লকডাউন করে দিয়েছেন। এই পর্যন্ত ভোলায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য নিশ্চিত করেন।

পল্লী চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সদর থানার ওসি মো. এনায়েত হোসেন, ইলিশা ফাড়ির ইনচার্জ রতন চন্দ্র শিল ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি লকডাউন করে দেন। তবে ওই এলাকায় এখন পর্যন্ত কতজন করোনাভাইরাস ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ভোলা আক্রান্ত পাঁচজনের মধ্যে সদরে তিনজন, মনপুরায় একজন, বোরহানউদ্দিনে একজন। প্রশাসন ওইসব আক্রান্ত রোগীদের বাড়ির আশপাশের এলাকা লকডাউন করে দিয়েছে।

 

ভোলা/আবদুল মালেক/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়