ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বান্দরবানে ফের ৩ জন করোনায় আক্রান্ত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে ফের ৩ জন করোনায় আক্রান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আরও ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার কম্বোনিয়া গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ২৮ বছর বয়সী নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগ্রহকৃত রক্তের নমুনা একই দিনে কক্সবাজার মেডিকেল কলেজ (আইই‌ডি‌সিআর) ফিল্ড ল্যাবরেটরীতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের মধ্যে থেকে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। আর এ নিয়ে উপজেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জনে দাঁড়ালো। জেলার লামায় ১ জন, থানচিতে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮ জন।

প্রসঙ্গত, এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকায় প্রথম করোনা শনাক্ত হওয়া ঢাকার তাবলীগ ফেরত ৫৯ বছর বয়সী এক বৃদ্ধ আইসোলেশনে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফেরেন।

 

বাসু দাশ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়