ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম লাগেজ ট্রেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম লাগেজ ট্রেন

দেশে গত ২৬ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধের পর লাগেজ ট্রেন চলাচলের মধ্যে দিয়ে আবার শুরু হয়েছে ট্রেন চলাচল।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ৪টি মালবাহী বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে এই লাগেজ ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী রাইজিংবিডিকে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লাগেজ ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন। 

স্টেশন ম্যানেজার জানান, শুক্রবার সকাল ১০টায় নির্দিষ্ট সময়ে প্রথম একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ৪টি মালবাহী বগি ও একটি ইঞ্জিন সমেত এই ট্রেনে ৩৮ প্যাকেটে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছে।

প্রথম দিন হওয়ায় খুব বেশি পণ্য পরিবহনের জন্য আসেনি। ক্রমে পণ্যের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ট্রেনটি রাত ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যাত্রাপথে ট্রেনটি বিভিন্ন স্টেশনে পণ্য উঠানামা করবে। সপ্তাহে তিন দিন এই লাগেজ ট্রেন চলবে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়