ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বান্দরবানে তেলে ওজন কম দেওয়ায় জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে তেলে ওজন কম দেওয়ায় জরিমানা

বান্দরবানে ভোজ্য তেলে ওজনে কম দেওয়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে ১০৪৯ লিটার তেলও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ মে) দুপুরে বান্দরবান শহরের বিছমিল্লাহ স্টোরের নাসির উদ্দিন, মমতাজ স্টোর ও বালাঘাটা বাজারের ব্যবসায়ী প্রদীপ দাশকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান।

জানা গেছে, থানচি উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের জন্য এ তেল কেনা হয়। সেই তেলের বোতলের ওজন ৫০০ এমএল লেখা থাকলেও পরিমাণে আছে ৪০০ এমএল।

বিষয়টি থানচি উপজেলা প্রশাসন বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করলে এই অভিযান চালানো হয়।

বান্দরবান সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. হাবিবুল হাসান জানান, দেশের এই সঙ্কটাপন্ন সময়ে কিছু অসাধু ব্যবসায়ী তেল কম দিচ্ছে। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সত্যতা মেলায় জরিমানা আদায় করা হয়েছে।


এস বাসু দাশ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়