ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চুয়াডাঙ্গায় লকডাউনে মধ্যবিত্তরা বিপাকে

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় লকডাউনে মধ্যবিত্তরা বিপাকে

চুয়াডাঙ্গায় একটানা লকডাউনের কারণে অসহায় নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলি চরম বিপাকে পড়েছে।

লকডাউনে বেকার হয়ে পড়ায় বাধ্য হয়েই জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করছেন তারা।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘লকডাউনের কারণে মধ্যবিত্ত পরিবারগুলোতেও ত্রাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘এস এম এস ও ফোনকলের মাধ্যমে দুই হাজার ১৮২ আবেদনকারীর মধ্যে ইতোমধ্যে এক হাজার ৭৬১টি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।’

এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৯৩ হাজার ৭০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া চলতি মাসে আরও ৫০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণের তালিকা করা হয়েছে। তবে, যারা ত্রাণ পাননি তারা আবেদন করলে তাদেরও বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

এ যাবৎ জেলায় ৯৩৭ মেট্রিক টন চাল, ৩২ লাখ ৩৮ হাজার ৯০০ টাকার ত্রাণ সামগ্রী এবং দুই হাজার ৬১৯টি পরিবারের মাঝে সাত লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মে মাসে আরও ৫০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


চুয়াডাঙ্গা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়