ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভ্যানে সন্তান প্রসব: গৃহবধূর বাড়িতে জেলা প্রশাসক, দুঃখ প্রকাশ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্যানে সন্তান প্রসব: গৃহবধূর বাড়িতে জেলা প্রশাসক, দুঃখ প্রকাশ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে গেটে ভ্যানের উপর সন্তান প্রসব করা মায়ের বাড়িতে গিয়ে দেখা করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার মাছখোলা গ্রামে ওই গৃহবধূর বাড়িতে যান তিনি।

গত ১ মে সকালে সদর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে গেটে ভ্যানে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ নিয়ে অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমসহ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর সমালোচনার মুখে পড়ে জেলা স্বাস্থ্য বিভাগ।  

জেলা প্রশাসক ওই গৃহবধূর সঙ্গে দেখা করে তার এবং নবজাতকের স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি হতদরিদ্র ওই পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন এবং খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন ।

জেলা প্রশাসক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ওই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, কেন ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়নি- তা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

সাতক্ষীরার সিভিল সার্জন সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক এহেছান আরা এ্যানীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন।

এদিকে, স্বাস্থ্যসেবায় জেলার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য জেলা প্রশাসক আজ  দুপুরে এক জরুরি সভা আহ্বান করেছেন।




শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়