ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফেনীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ২ জন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ২ জন

ফেনীতে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (৬ মে) জেলা স্বাস্থ্য বিভাগ তারা করোনামুক্ত ঘোষণা দেয়। ছাড়পত্র পাওয়া দুজন ফেনীর সোনাগাজীর ও ছাগলনাইয়ার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন জানান, গতকাল তৃতীয় দফায় সংগৃহীত তাদের দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তাই তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

ফেনীর মহিপাল ট্রমা সেন্টারের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ও ফেনী করোনা সমন্বয়ক ডাঃ কাজি সানজিদা জানান, গত ২৭ এপ্রিল ট্রমায় ভর্তিকৃত দুইজন কোভিড রোগির দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করা হয়।
পরবর্তী রোববার (৩ মে) বিকালে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এরপর তৃতীয় দফায় পরীক্ষা করলেও নমুনা করোনা সংক্রমণের অস্তিত্ত্ব মেলেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ফেনীতে ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন নারী আর বাকীরা পুরুষ। তাদের মধ্যে আজ দুজন সম্পূর্ণ সুস্থ হলেন।


সৌরভ পাটৌয়ারী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়