ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় একদিনে ১৪ জন করোনা রোগী শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৬, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় একদিনে ১৪ জন করোনা রোগী শনাক্ত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হওয়ার পর রাত ১০টার দিকে আরো ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

ফলে একদিনে কুমিল্লায় করোনা শনাক্ত হলো ১৪ জনের।  

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টায় জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে কুমিল্লা সিটিতে একজন, কুমিল্লা সদরে একজন, মুরাদনগরে একজন, দেবিদ্বারে ৯ জন ও সদর দক্ষিণে একজন, এবং মেঘনায় একজন রয়েছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লায় বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৫ উপজেলায় করোনা রোগী পাওয়া গেছে মোট ১২২ জন।

এদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪ জন, সদরে একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ৩২ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১ জন, মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১২ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১৩ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

এছাড়া, কুমিল্লায় করোনা ভাইরাসমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ জন।

 

জাহাঙ্গীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়