ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মধুমতি বাঁওড়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধুমতি বাঁওড়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে জরিমানা

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে মধুমতি বাঁওড়ে অবৈধ কাঠা দিয়ে মাছ ধরার দায়ে কাঠা মালিক ইব্রাহীম মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) দুপুরে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতিকুল ইসলাম এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মধুমতি বাঁওড়ে অবৈধভাবে কাঠা দিয়ে মাছ ধরছিল এলাকার প্রভাবশালীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুমতি বাঁওড়ে পাতা অবৈধভাবে কাঠা উচ্ছেদ করা হয়।

এ সময় কাঠা মালিক ইব্রাহীম মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদকৃত অবৈধ কাঠা ধ্বংস করা হয়েছে। এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়