ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুঁড়েঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুঁড়েঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কুঁড়েঘরে ঢুকে পড়লে ঘুমন্ত মা ও মেয়ে নিহত হয়েছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও মেয়ে কাতুলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুঁড়েঘর নির্মাণ করে বসবাস করতেন।

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, দিনাজপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) রূপপুরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে নন্দীগাম উপজেলার ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে কুঁড়েঘরে ঢুকে যায়। ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে মা ও মেয়ে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করে।

দুঘর্টনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। লাশ দুটি কাতেজান বিবির ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে বলে জানান তিনি।

 

আখতারুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়