ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লিচু চাষ করে স্বাবলম্বী হিলির নিলুফার ইয়াসমিন

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিচু চাষ করে স্বাবলম্বী হিলির নিলুফার ইয়াসমিন

লিচু চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুরিয়া গ্রামের নিলুফার ইয়াসমিন।

তিনটি লিচু'র বাগান তার। প্রতিবছর লিচু থেকে আসা অর্থ দিয়ে ভালভাবেই চলে যাচ্ছে তার সংসার জীবন। প্রথমে শখের বসে শুরু করলেও নিলুফার ইয়াসমিন এখন পেশাদার লিচু চাষি। দিনভর ব্যস্ত থাকেন লিচু বাগানের পরিচর্যায়।

কথা হয় এই লিচু চাষির সাথে। আলাপকালে লিচু চাষসহ সংসার জীবনের নানা প্রসঙ্গে তিনি অকপটে খুলে বলেন।

নিলুফার ইয়াসমিন জানান, স্বামী জাকির হোসেন ও দুই মেয়ে নিয়ে তিনি ভালই আছেন। বড় মেয়ের লেখাপড়া শেষ করে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে ঢাকায় লেখাপড়া করছে। তার স্বামীর বাড়তি কোন আয় নেই। দীর্ঘ ২৫ বছর যাবৎ তারা এই বাগানের ওপর নির্ভর করেই বেঁচে আছেন।

তিনি বলেন, ‘পাঁচ বিঘা জমিতে তিনটি লিচুর বাগান করেছি। যেখানে রয়েছে ১৭৫টি লিচু গাছ। তার মধ্যে ১০ টি মাদ্রাস, ৮০ টি বম্বে ও ৮৫ টি চায়না থ্রী লিচুর গাছ। গতবারের চেয়ে এবছর লিচুর ফলন ভাল হয়েছে। লিচু গাছে মুকুল আসার শুরু থেকে বাগানে বিভিন্নভাবে পরিচর্যা করছি। আমরা স্বামী-স্ত্রী দু’জন মিলে গাছের গোড়ায় পানি দেওয়া ও স্প্রেসহ সকল পরিচর্যা করি।'

বাগানের আয় সম্পর্কে নিলুফার ইয়াসমিন বলেন, ‘গেলো বছর ৪ লাখ টাকার লিচু বিক্রি করেছি। খরচ হয়েছিলো ১ লাখ টাকা। আবহাওয়া ভাল ও প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবছরেও লিচুর ভাল ফলন পাবো। আশা করছি এবছরের লিচুর দাম আরো ভাল পাবো এবং আয়ও বেশি হবে।'

হাকিমপুর (হিলি) এর কৃষি অফিসার শামীমা নাজনীন বলেন, ‘উপজেলায় ১৩ হেক্টর জমিতে ১১০ টি লিচু বাগান রয়েছে। আবহাওয়া ভাল থাকায় এবং প্রাকৃতিক কোন দুর্যোগ না হওয়ায় লিচুর মুকুল ঝরে পড়েনি। প্রতিটি লিচু বাগান আমরা প্রতিনিয়ত পরিদর্শন করছি।'

তিনি নিলুফার ইয়াসমিনের লিচু বাগানেরও প্রশংসা করেন। বলেন, ‘তাকেও গাছে সার, পানি ও স্প্রে কখন কিভাবে দিতে হবে তার পরামর্শ দিয়ে যাচ্ছি। তার বাগানের প্রতিটি লিচু গাছে প্রচুর লিচু ধরেছে। আশা করছি মে মাসের শেষের দিকে গাছ থেকে লিচু পাড়তে পারবে।'

 

হিলি (দিনাজপুর)/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়