ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুমিল্লার দেবিদ্বারেই আক্রান্তের সংখ্যা ৪১

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার দেবিদ্বারেই আক্রান্তের সংখ্যা ৪১

কুমিল্লার দেবিদ্বারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে দন্ত চিকিৎসকসহ একই পরিবারের আরো ৭ জন আক্রান্তের মধ্যদিয়ে এ উপজেলার করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।

উপজেলার ৮টি গ্রামে ছড়িয়ে পড়েছে এ সংক্রমণ। ফলে ৮টি গ্রামই লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত নবীয়াবাদ গ্রামের এক ব্যবসায়ী গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জে গিয়ে মারা যান। ২১ এপ্রিল মারা যান উপজেলার বাগুর গ্রামের একজন। ২৯ এপ্রিল মারা যান দেবিদ্বার পৌর এলাকার একজন। ৭ মে চাপানগর পৌরসভায় একজন এবং ৮ মে ইউসুফপুরে ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান দুইজন।

এ নিয়ে গত ২৭দিনে দেবিদ্বারে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়।

 

ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়