ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে কারাগারের ১৯ বন্দির মুক্তি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে কারাগারের ১৯ বন্দির মুক্তি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ক্ষমতার আওতায় অনেক কারাবন্দিকে মুক্তি দিচ্ছে সরকার। মুক্তির তালিকায় আছেন বাগেরহাট জেলা কারাগারের ১৯ বন্দি।

শুক্রবার (৮ মে) বিকেলে ১৯ জনের মধ্যে ৫ বন্দিকে মুক্তি দিয়েছে বাগেরহাট কারাগার কর্তৃপক্ষ। এর আগে একজন আদালত থেকে মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি ১৩ জনের অর্থদণ্ড রয়েছে। অর্থ পরিশোধ করা হলে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৪০০। বর্তমানে ৭২৪ জন বন্দি এ কারাগারে আছে। তাদের মধ্যে ৩৭ জন নারী।

বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কারাগারে ভিড় কমাতে লঘু দণ্ডে দণ্ডিত কয়েদিদের মুক্তি দেওয়ার জন্য তালিকা চান কারা মহাপরিদর্শক। আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দির তালিকা পাঠাই। তাদের মধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯ জন বন্দিকে মুক্তির অনুমোদন দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের জরিমানার টাকা পরিশোধের পর মুক্তি দেওয়া হবে।’


বাগেরহাট/টুটুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়