ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নগরীতে সব শো রুম, ব্রান্ডশপ, শপিংমল কিংবা মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) নগরীর মুন্সেফবাড়ীতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের কার্যালয়ে জেলা দোকান মালিক সমিতির নের্তৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরেনর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি মোবারক হোসেন দুলাল, রেজাউল করিম বাদল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু, স্টেশন রোড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ আরো অনেকে।


ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়