ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা রোগী দোকান খোলায় লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা রোগী দোকান খোলায় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে করোনা আক্রান্ত এক ব্যবসায়ী তার লকডাউন করা দোকান খোলায় ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রামামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম অভিযান চালিয়ে জরিমানা করেন। এ সময় ওই ব্যবসায়ী এবং করোনা আক্রান্ত এক কর্মচারী দোকানে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন অমান্য করে চৌমুহনী বাজারে করোনা আক্রান্ত ব্যবসায়ী তার ‘গগণ সাহা স্টোর’ খুলেছেন- এমন সংবাদ পায় ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে সঙ্গে আদালত সেখানে গিয়ে  এর সত্যতা পেয়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা এবং দোকানটি বন্ধ করে দেয়।



সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়