ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝিনাইদহে আরও ২ জনসহ করোনা আক্রান্ত ৩৯

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে আরও ২ জনসহ করোনা আক্রান্ত ৩৯

ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ঝিনাইদহের দু'টি উপজেলা থেকে এ ২ জন শনাক্ত হন।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই ২ জন নিয়ে এ পর্যন্ত জেলাতে মোট ৩৯ জন আক্রান্ত হয়েছেন। ৩৯জনের মধ্যে ৮জন চিকিৎসকসহ ১৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদের মধ্যে ৫০ শয্যা আইসোলেশন ওয়ার্ড শিশু হাসপাতালে ভর্তি রয়েছে একজন বাকিরা নিজ নিজ বাড়ির হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে করোনা চিকিৎসা সমন্বয়কারী মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানিয়েছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, করোনা মোকাবিলা ও চিকিৎসা দেওয়ার জন্য জেলা ও উপজেলার চিকিৎসকেরা প্রস্তুত রয়েছে। জেলা শহরের শিশু হাসপাতালকে ৫০ বেডের করোনা আইসোলেশন ও ৫টি উপজেলাতে ৫টি করে বেড তৈরি করে প্রস্তুত রাখা হয়েছে। 

তিনি বলেন, ‘এ জেলায় এ পর্যন্ত চিকিৎসকসহ ৪১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩৭১জনের নেগেটিভ এসেছে আর চিকিৎসকসহ ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছে। করেনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চলেছি। আমি আপনি সচতেন না হলে এ রোগ মোকাবেলা করা সম্ভব নয়।'    

এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ প্রশাসনকে সাথে নিয়ে করোনা আক্রান্ত বাড়িসহ আশে-পাশের বাড়ি লক ডাউন করা হয়েছে।

 

রাজিব/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়