ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৪ শতাধিক দোকান-বসতঘর পুড়ে গেছে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৪ শতাধিক দোকান-বসতঘর পুড়ে গেছে

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর ও দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১০ জন রোহিঙ্গা আহত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক জানান,  সকালে ক্যাম্পে আকস্মিকভাবে আগুন লাগে। পরে তা আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, অন্তত ১০ জন রোহিঙ্গা আগুনে পুড়ে আহত হয়েছে। তাদের ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্যাম্পের স্টেশনস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা জানান, অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাপ নিরূপণ করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ৩১২টি বসতঘর ও ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ৫০-৬০টি ঘর আংশিক পুড়ে গেছে।


রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়