ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে এক ব্যক্তির বসতবাড়িতে এসে অবৈধভাবে গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা মো. মহসিন মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাড়িওয়ালা বাদশা মিয়া।

এর আগে গতকাল দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া গ্রামের এ গাছ কাটার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত।

অভিযুক্তরা হলেন— উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ইউনিয়ন বিএনপির নেতা মহসিন মিয়া (৩৭) ও তার ভাই মোস্তফা (৪৭)। মহসিন মিয়ার স্ত্রী নাদিরা (৩০), মোস্তফার স্ত্রী জহুরা। এছাড়াও এক অজ্ঞাত মিস্ত্রি।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা কিছুদিন আগে বাদশা মিয়ার জমি দখল করে ঘর তোলেন। এ ঘটনায় মামলা চলমান থাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে কোন স্থাপনা তৈরি ও গাছ কাটায় নিষেধ করা হয়। তবে গতকাল দুপুরের দিকে ভুক্তভোগীদের অনুপস্থিতিতে অভিযুক্তরা ওই বাড়ি থেকে ৮টি গাছ কেটে ফেলেন। এসময় ভুক্তভোগীরা সেখানে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে অভিযুক্তরা তাদেরকে দেশীয় অস্ত্রসহ মারতে আসে ও হুমকিধামকি দেয়।

এদিকে, গাছ কাটার কথা স্বীকার করে বিএনপি নেতা মো. মহসিন মিয়া বলেন, ‘এই জমি আমার নিজের। আমার বাড়ির গাছ আমি কেটেছি। আমার প্রয়োজন বলেই গাছ কেটেছি।’

 

সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়