ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আশুলিয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আশুলিয়ায় বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় মার্চ মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গেটে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

বুধবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার নরসিংহপুর এলাকার আদিয়াত আ্যাপারেলস কারখানার তিনশত শ্রমিক কারখানার গেটে অবস্থান নেয়।

শ্রমিকরা জানান, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে ১০ মে রাস্তায় নামেন তারা। সে সময় কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখে পাওনাদি পরিশোধ করা হবে বলে জানায়। কিন্তু কোনো দিন জানায়নি। এরপর তিন দিন গেলেও কিছু জানানো হয়নি। পরে আবার পথে নামলে প্রশাসন জানায় মালিকপক্ষের সঙ্গে বসে এটা মিটমাট করা হবে।

তারা বলেন, কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানাচ্ছে না। তাই শ্রমিকরা  শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছেন।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শামীম মিয়া বলেন, শ্রমিকদের কিছু টাকা বকেয়া রয়েছে। সেটা ২০ মে পরিশোধ করা হবে। আর নতুন অর্ডার না থাকায় আপাতত কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি ভালো হলে আবার খুলে দেওয়া হবে।

 

সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়