ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সংবাদকর্মী করোনায় আক্রান্ত, মির্জাপুর প্রেসক্লাব লকডাউন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সংবাদকর্মী করোনায় আক্রান্ত, মির্জাপুর প্রেসক্লাব লকডাউন

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসক্লাব ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেসক্লাব লকডাউন ঘোষণা করা হয়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, গতকাল বুধবার উপজেলা থেবে ২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে চারজনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।

তারা হলেন- প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এবং ঢাকা টাইমসের মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), ইউএনও অফিসের নাইড গার্ড হাবিবুর রহমান (৪০), কৃষি অফিসের অফিস সহকারী অরুন চন্দ্র সরকার (৪৫) ও পরিবার পরিকল্পনা অফিসের ফার্মাসিস্ট মো. আব্দুল কাদেরের ছেলে নাইম (১৪)। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মির্জাপুর প্রেসক্লাব, নৈশ প্রহরীদের কোয়ার্টার, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়