ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে চিকিৎসকসহ ২২ জন করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে চিকিৎসকসহ ২২ জন করোনা পজিটিভ

ময়মনসিংহ বিভাগে তিন চিকিৎসক ও চার নার্সসহ নতুন করে আরো ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন আজ পিসিআর ল্যাবে দুটি মেশিনে নতুন করে ৪ শিফটে ৩০৩ নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেলের তিন চিকিৎসক ও চার নার্সসহ ৯ জন, সদরে-৩, ভালুকা-১, ঈশ্বরগঞ্জ-১ জনসহ ময়মনসিংহ জেলায় মোট ১৪ জন, নেত্রকোনা জেলা সদরে-৫, বারহাট্টা-১ ও মদন-১ জনসহ জেলায় ৭ জন এবং জামালপুর জেলার  বকসিগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

তিনি আরো বলেন এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৫০৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৬০ জন,  জামালপুর জেলায় ১১১ জন, নেত্রকোনা জেলায় ৯৫ এবং শেরপুর জেলায় ৪১ জন।


মাহমুদুল হাসান মিলন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়