ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কৃষকদের শাক-সবজির বীজ দিলেন যুবলীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কৃষকদের শাক-সবজির বীজ দিলেন যুবলীগ নেতা

করোনার কারণে ভবিষ্যতে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উদ্দেশে বলেছেন, ‘একটু জমিও যেন অনাবাদি না থাকে।’ প্রধানমন্ত্রীর এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহে শতাধিক কৃষকের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেছেন এক যুবলীগ নেতা।

শুক্রবার (১৫ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের খাগডহর রবির মোড় এলাকায় কৃষকদের হাতে ১২ ধরনের শাক-সবজির বীজ তুলে দেন জেলা যুবলীগের সদস্য শাহানূর আলম শান্ত। এসবের মধ্যে ছিল ঢেঁড়শ, শশা, লাউ, টমেটো, পাট শাক, লাল শাক, মূলার বীজ।

এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল আলম শাহীন, ময়মনসিংহ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহিন মুতাসির রাজিব, জেলা যুব লীগ নেতা আব্দুর রউফ নয়ন, মহানগর যুবলীগ সদস্য মনিরুজ্জামান রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক নাজিরুল ইসলাম তাসিন প্রমুখ।

শাহানূর আলম শান্ত বলেন, ‘সাধারণ মানুষের পাশে থেকে ব্যক্তি উদ্যোগে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। এ সহযোগিতা অব্যাহত থাকবে।’


ময়মনসিংহ/মিলন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়