ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিনাজপুরে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৬

দিনাজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৭, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 দিনাজপুরে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৬

দিনাজপুরে নতুন করে একজন চিকিৎসকসহ ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

আক্রান্ত চিকিৎসক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিশেষজ্ঞ।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, শুক্রবার (১৫ মে) রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ২০৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নতুন ৬ জন করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

এরা হচ্ছেন- দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১জন পুরুষ চিকিৎসক (৪২) , বিরল উপজেলার ১ জন পুরুষ (১৮), খানসামা উপজেলার ১ জন নারী (২৭), বীরগঞ্জ উপজেলার ১ জন পুরুষ (৪১), নবাবগঞ্জ উপজেলার ১ জন পুরুষ (৫২) ও বোচাগঞ্জ উপজেলার ১ জন নারী (৩৫)। বর্তমানে ৬ জনই হোম আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন জানান, এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৪ জনে। এর মধ্যে ৪৭ জন পুরুষ ও ১৪ জন নারী এবং ৩ জন শিশু। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১৭৬১ টি এবং ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ১৭৪১ টি।

 

আলমগীর/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়