ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মারুফ হাসান জানান, গত ১৬ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়, কুষ্টিয়া ও ঢাকা আইইডিসিআর পিসিআর-এ মোট ৬৮১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৬ মে পর্যন্ত ৫৫৭ জনের রিপোর্ট পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে ১৫ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। আজ আরো রোগী সেখানে আনা হচ্ছে। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

 

মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়