ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জে চার কাপড় ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মানিকগঞ্জে চার কাপড় ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলায় চার ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) সকাল ৮টায় হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ও কুঠিরহাট বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন বলেন, ‘স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খুলে ব্যবসা করার অপরাধে লেছড়াগঞ্জ ও কুঠিরহাট বাজারের মো. খলিল, শেখ বাবুল মিয়া, অটল হালদার ও আমির হোসেন নামের চার ব্যবসায়ীকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ ধারায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরো বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার জন্য বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধ অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

মানিকগঞ্জ/আলীম/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়