ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়পুরহাটে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়পুরহাটে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর-নওগাঁ সড়কে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এসময় দুই প্রতারক পালিয়ে গেছে।

শনিবার (১৬ মে) দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

আটক ভুয়া পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

ওসি আবু ওবায়েদ জানান, আটক মেহেদী হাসানসহ তিন প্রতারক তাদের মোটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করে ও নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ধান কাটার জন্য শ্রমিকদের পারিবহনের মাইক্রোবাস, ট্রাক, পিক-আপ, শ্যালোচালিত ভটভটি, ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিলেন।

বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মেহেদী হাসানকে আটক করে পুলিশ।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়