ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝিনাইদহের প্রথম করোনাজয়ী আরাফাতকে প্রধানমন্ত্রীর উপহার

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহের প্রথম করোনাজয়ী আরাফাতকে প্রধানমন্ত্রীর উপহার

ঝিনাইদহ জেলার এই প্রথম সুস্থ হওয়া করোনাজয়ী আরাফাতকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৬ মে) দুপুরে তিনি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন।

বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা।

আরাফাত উপজেলার টাওয়ার পাড়ার বাবলু রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় কর্মকর্তা।

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, করোনা আক্রান্ত আরাফাতের সুস্থতা হওয়ার খবর শুনে তার বাড়িতে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, ফল-মূল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা ডা. জামিনুর রশিদ ফুলেল শুভেচ্ছা জানান ও তাকে করেনা মুক্ত ঘোষণা করেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত আরাফাত ও তার পরিবারের সদস্যরা।

করোনাজয়ী আরাফাত বলেন, ‘আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। অনেক ভাল লাগছে। ইউএনও স্যার সব সময় খোঁজ খবর নিয়েছেন। আর চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য বিভাগের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কারণে করোনা মুক্ত হয়েছি।’

এদিকে জেলায় এই প্রথম হরিনাকুণ্ডুতে একজন করেনা মুক্ত হলেন।

 

রাজিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়